শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩১তম তিরোধান উৎসব উপলক্ষ্যে বৃহস্পতিবার (৩ জুন) বিয়ানীবাজার পৌরসভার দাসগ্রামস্থ শ্রী শ্রী লোকনাথ মন্দিরে সারাদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এ উৎসব অনুষ্ঠিত হয়।

সকালে ঊষা কীর্তণ, বাবার বাল্যভোগ, গীতা পাঠ মধ্যাহ্নে রাজভোগ ও প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়।

তিরোধান উৎসব সফল্ভাবে সমাপ্তি করতে সার্বিকভাবে সহযোগিতা করায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান লোকনাথ সংঘ বিয়ানীবাজারের দায়িত্বশীলরা।

লোকনাথ সংঘ বিয়ানীবাজারের দায়িত্বশীলরা বলেন, আমাদের শ্রী শ্রী লোকনাথ মন্দিরে সুন্দর সুষ্ঠুভাবে বাবা লোকনাথ ব্রহ্মচারীর ১৩১তম তিরোধান উৎসব অনুষ্ঠিত হওয়ায় আমরা সকল ভক্তবৃন্দ আনন্দিত। এরকম সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করার চেষ্টা ভবিষ্যতেও আমাদের থাকবে।

৮ জুন চালু হচ্ছে বিয়ানীবাজারের প্রথম বাস টার্মিনাল!