বিয়ানীবাজার পৌরশহরের দক্ষিণ বাজারস্থ মোস্তফা পার্টি সেন্টারে কুখ্যাত ধর্ম অবমাননাকারী উগ্রপন্থী ও ভ্রান্থ মতবাদ প্রচারকারী লা’মাযহাবীদের পৃষ্ঠপোষকতায় কথিত শিক্ষা সেমিনার বন্ধের দাবী জানানো হয়েছে।

“বিয়ানীবাজার দাওয়াহ সেন্টার” নামে একটি সংগঠনের উদ্যোগে আগামী (২৩ জুলাই শনিবার) “শিক্ষা সেমিনার” নামক কর্মসূচী বন্ধের দাবীতে বিয়ানীবাজার হানাফি উলামা পরিষদ কর্তৃক উপজেলা নির্বাহী অফিসার, পৌর মেয়র ও থানা পুলিশের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

বৃহস্পতিবার (২১জু্লাই) দুপুরে বিয়ানীবাজার হানাফি উলামা ঐক্য পরিষদের আয়োজনে এই স্মারকলিপি প্রদান কর্মসূচী অনুষ্ঠিত হয়।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার হানাফি উলামা ঐক্য পরিষদের আহবায়ক ও উপজেলা জমিয়ত সহ-সভাপতি মাওলানা আতিকুর রহমান, সদস্য সচিব ও বিয়ানীবাজার উপজেলা আনজুমানে আল-ইসলাহ’র সভাপতি মাওলানা লুৎফুর রহমান।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিয়ানীবাজার হানাফি উলামা ঐক্য পরিষদের যুগ্ম-আহবায়ক ও উপজেলা জমিয়তের প্রশিক্ষণ সম্পাদক মুফতি মাওলানা আবু ইউসুফ, যুগ্ম-আহবায়ক ও উপজেলা আনজুমানে আল-ইসলাহ’র সাধারণ সম্পাদক হাফিজ গৌছ উদ্দীন, যুগ্ম আহবায়ক ও মুরাদগঞ্জ মাদ্রাসার শিক্ষক মাওলানা জালাল উদ্দীন, বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ পৌর সভাপতি বদরুল ইসলাম, তাফসীরুল কোরআন পরিষদ বিয়ানীবাজারের সাধারণ সম্পাদক হোসেন আহমদ, উপজেলা আনজুমানে আল-ইসলাহ’র সাংগঠনিক সম্পাদক হাফিজ আবু সাঈদ হারুত, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক হাফিজ আব্দুল বাছিত জবলু, উপজেলা যুব জমিয়ত সভাপতি মাওলানা তোফায়েল আহমদ, সাধারণ সম্পাদক হাফিজ দিলওয়ার হোসাইন, সিলেট জেলা তালামীযের প্রশিক্ষণ সম্পাদক হাফিজ আব্দুস সামাদ আজাদ, যুবনেতা মাওলানা রিজওয়ান আহমদ, পৌর আল-ইসলাহ’র সাধারণ সম্পাদক আবু বকর আবু, জমিয়ত নেতা হাজী শফিক আহমদ, পৌর জমিয়তের অর্থ সম্পাদক হাজী জিয়া উদ্দীন, শ্রম বিষয়ক জসিম উদ্দীন, জনাব মাহতাব উদ্দীন, যুব জমিয়ত নেতা মাওলানা মনজুরুল হাসান, হানাফি উলামা ঐক্য পরিষদের যুগ্ম-সদস্য সচিব ও উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি হাফিজ আব্দুল্লাহ্, উপজেলা তালামীযের সভাপতি হিজবুল হোসাইন তারেক, সাধারণ সম্পাদক আবুল হাসান মামুন, ছাত্র জমিয়ত পৌর সভাপতি মুফতি শরিফুল হাসান, পৌর তালামীয সভাপতি শুয়েব আহমদ, যুব জমিয়ত নেতা মামুন আহমদ, যুব জমিয়ত নেতা মাওলানা কামরুল হক, পৌর ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আসাদ উজ্জামান, মাওলানা আবুল কালাম, বিয়ানীবাজার সরকারী কলেজ ছাত্র জমিয়ত সভাপতি আবদুল কাদির জাফর, উপজেলা তালামীযের সাংগঠনিক সম্পাদক হাফিজ জফরুল আলম, উপজেলা ছাত্র জমিয়তের প্রচার সম্পাদক ওলিউর রহমান, উপজেলা তালামীযের প্রচার সম্পাদক হাবিবুর রহমান হিফজুর, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আবু বকর সিদ্দিক জুবায়ের, পৌর ছাত্র জমিয়ত প্রচার সম্পাদক ময়নুল ইসলাম সহ বিয়ানীবাজার এর ব্যবসায়ী যুব ও ছাত্রসমাজের প্রতিনিধিবৃন্দগণ।