আন্তর্জাতিক সামাজিক সংগঠন রোটার‍্যাক্ট ক্লাব অব বিয়ানীবাজারের ২০২১-২২ রোটাবর্ষের ১ম সাধারণ সভা এবং ইয়ার লাঞ্চিং মিটিং ১৮ জুলাই রবিবার সন্ধ্যায় বিয়ানীবাজার পৌরশহরের একটি অভিজাত রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়। কলার হেন্ড ওভার মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। এসময় ক্লাবের থিম ও ক্লাব লগো উন্মোচন ও প্রত্যক সদস্যদের মধ্যে সনদ বিতরণ করা হয়।

রোটার‍্যাক্ট ক্লাব অব বিয়ানীবাজারের নবনির্বাচিত প্রেসিডেন্ট রোটার‍্যাক্ট মো. আশরাফুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন রোটারি ক্লাব অব বিয়ানীবাজারের প্রেসিডেন্ট রোটারিয়ান মো. আব্দুল মতিন।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটার‍্যাক্ট ক্লাব অব বিয়ানীবাজারের সদ্য বিদায়ী প্রেসিডেন্ট রোটার‍্যাক্ট এ এইচ মাহবুব হোসাইন।

ক্লাবের জয়েন ট্রেজারার সিদ্দিকুর রহমানের ক্বোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে রোটার‍্যাক্ট পার্রপাস পাঠ করেন ক্লাবের ট্রেজারার এমদাদুল হক।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রোটার‍্যাক্ট ক্লাব অব বিয়ানীবাজারের ভাইস প্রসিডেন্ট লিজন আহমদ বাবলু, সেক্রেটারি জুম্মা জুমন, ক্লাব এডিটর মামুনুর রশিদ খান, ডিরেক্টর ক্লাব সার্ভিস জয়নাল আবেদীন ও ডিরেক্টর নাহিদ আহমদ, সার্জেন্ট অ্যাট আর্মস ইফতেকার উদ্দিন শুভ, সদস্য আব্দুল হালিম।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারেক আহমদ, কাওছার আহমদ, মিজানুর সায়মন, জাকারিয়া আহমদ, সুহেল আহমদ, সজিবুল সাওন প্রমুখ।

করোনায় বিপর্যস্ত শিক্ষা ব্যবস্থা বিয়ানীবাজারে অভিভাবকদের ভরসা গৃহ শিক্ষক