করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারের দেয়া কঠোর বিধিনিষেধ অমান্য করায় বিয়ানীবাজারের দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ১২০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার পৌরশহরের নির্ধারিত সময়ের পরও বিধি লঙ্গন করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় একটি চায়ের হোটেলে ১০০০ হাজার টাকা এবং অন্য একটি অস্থায়ী সবজি দোকানীকে ২০০ টাকা জরিমানা করে আদালত।

ভ্রাম্যমান আদালতে নেতৃত্ব দেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্টেট মো. আশিক নূর। অভিযান পরিচালনাকালে বিপুল সংখ্যক সেনাবাহিনী, পুলিশ এবং বিজিবি সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।

অভিযান চলাকালে বাজারসমূহের নিত্যপ্রয়োজনীয় দোকানপাটসমূহ মনিটরিং করা হয় এবং লকডাউন সংক্রান্ত বিধিনিষেধ মেনে চলতে নির্দেশনা প্রদান করা হয়।

এসময় পথচারীসহ সকলকে মাস্ক পরিধান এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্বুদ্ধ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিক নূর।

বিয়ানীবাজারে গণটিকার সূচি পরিবর্তন, যখন যেভাবে আর যারা পাবেন