বিয়ানীবাজার নিউজ ২৪। ০৮ ফেব্রুয়ারি ২০১৭।

বিয়ানীবাজার উপজেলায় ভূয়া নম্বর ব্যবহার করে চোরাই সিএনজি চলাচলের অভিযোগ পাওয়া গেছে। পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে চোরাই সিএনজি উদ্ধার এবং এর সাথে জড়িত একজনকে আটক করে। তবে চোরাই গাড়ি মালিক পলতাক রয়েছে।

পুলিশ জানা যায়, কাকরদিয়া বড় মসজিদ এলাকায় অভিযান চালিয়ে চোরাই সিএনজি আটক করে বিয়ানীবাজার থানা পুলিশ। সিলেট থ ১২-৪৬৪৬ নম্বরের এ সিএনজি চুরি যাওয়ার পর এর সাথে জড়িতরা ভূয়া নম্বরে মৌলভীবাজার থ ১১-২২৯৪ চালিয়ে আসছিলো। চোরাই সিএনজি চালানোর সময় কাকরদিয়া এলাকার মৃত আসাব আলীর পুত্র চালক আসলাম উদ্দিনকে আটক করে। সে পুলিশকে জানায়, এ গাড়ির মালিক একই গ্রামের ময়দুল ইসলাম। সিএনজি আটকের পর থেকে ময়দুল পলাতক বলে পুলিশ জানিয়েছে।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন চক্রবর্তী বলেন, চুরি যাওয়া একটি সিএনজি উদ্ধার করা হয়েছে। এর সাথে জড়িতদের গ্রেফতার করতে চেষ্টা চালানো হচ্ছে। এছাড়া আটক আসলামকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।