সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের উদ্যোগে নতুন ঘর পেলেন বন্যায় ক্ষতিগ্রস্ত এক বৃদ্ধা। এরশাদ আম্বিয়া ফাউন্ডেশনের তত্বাবধায়নে শুক্রবার সিলেটের বিয়ানীবাজার উপজেলার মেওয়া গ্রামের বৃদ্ধা বানু রাণী দাসের জন্য নির্মিত ঘরটি হস্তান্তর করা হয়।

সংযুক্ত আরব আমিরাত প্রবাসী আব্দুল কুদ্দুছের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিল্লোল রায়। বিশেষ অতিথি ছিলেন এরশাদ-আম্বিয়া ফাউন্ডেশনের পূর্ণবাসন প্রকল্পের পরিচালক সাংবাদিক আহসান হাবিব, দুবাগ ইউনিয়নের চেয়ারম্যান জালাল উদ্দিন, সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম, দুবাগ স্কুল এণ্ড কলেজের ম্যানেজিং কমিটির সহসভাপতি মাসুক আহমদ, ইউপি সদস্য মোস্তফা আহমদসহ আরো অনেকে।

প্রকল্প পরিচালক মো. আহসান হাবীব জানান, ইতিপূর্বে বন্যার সময় শুকনো খাবার, আশ্রয় কেন্দ্র রান্না করা খাবার, নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বর্তমানে পূর্ণবাসন প্রকল্পের আওতায় গৃহ নির্মাণ এবং হস্তান্তর কার্যক্রম ধারাবাহিক ভাবে চলমান রয়েছে।

দুবাগে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এগিয়ে আশায় এরশাদ-আম্বিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান, আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের প্রতি কৃতজ্ঞতা জানান জনপ্রতিনিধি, প্রবাসী সহ স্থানীয় নেতৃবৃন্দ। পাশাপাশি বিত্তবান সবাইকে এগিয়ে আসার আহবান জানান তারা।

দেশ, প্রবাসীদের আর্থিক সহযোগিতায় এরশাদ-আম্বিয়া ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় টিনসেড ঘরটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় এক লাখ টাকা। নতুন ঘর পেয়ে খুশি বৃদ্ধা বানু রাণী দাস।

‌বিয়ানীবাজারের প্রাচীন বাজারের একটি বৈরাগীবাজার, নেই আগের জৌলস