বিয়ানীবাজারে সরকারি খাদ্য গুদামে বোরো ধান সংগ্রহের লক্ষ্যে উপজেলার প্রান্তিক চাষিদের মাঝ থেকে লটারির মাধ্যমে সরকারিভাবে ধান ক্রয়ের জন্য চাষি নির্বাচন করা হয়েছে। এবার ৯৪১ জন চাষির মধ্যে ৪৩৬ জন চাষিকে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়। সোমবার (৫ মে) দুপুরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে বিয়ানীবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম পল্লব লটারীর মাধ্যমে ধান বিক্রয়ের জন্য কৃষক নির্বাচন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী মাহবুবের সভাপতিত্বে লটারি অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র মোঃ আব্দুস শুকুর, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা বেগম লিমা, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আনিসুজ্জামান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ শাহেদুর রৌফ ও শেওলা ইউপি চেয়ারম্যান জহুর উদ্দিন।

লটারির মাধ্যমে চূড়ান্তভাবে নির্বাচিত ৪৩৬ জন কৃষকের প্রত্যেকে প্রতি কেজি ২৬টা দরে ১ টন পর্যন্ত বোরো ধান সরকারি খাদ্য গুদামে বিক্রি করতে পারবেন।

‘এবি টিভি’র সর্বশেষ প্রতিবেদন-