বিয়ানীবাজারের দুবাগবাজারে আল মদিনা বেকারিকে ক্ষতিক্ষারক ও ভেজাল রঙয়ের মিশ্রণে খাবার পণ্য উৎপাদন এবং উৎপাদন-মেয়াদের তারিখ ও মূল্য না থাকার অভিযোগে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে আল মদিনা বেকারিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমী মাহবুব এ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালাত সূত্রে জানা গেছে, দুবাগবাজারের আল মদিনা বেকারিতে ক্ষতিক্ষারক ও ভেজাল রঙয়ের মিশ্রণে কেক, বন ও ব্রেডসহ বিভিন্ন খাবার পণ্য উৎপাদন ও বিক্রি হয়। এছাড়া এ বেকারির বিভিন্ন খাবার পণ্যের প্যাকেটে উৎপাদন-মেয়াদ এবং মূল্য মুদ্রিত পাওয়া যায়নি। এ তিন অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আল মদিনা বেকারিকে ১৫ হাজার টাকা জরিমানা করেন।

অভিযান চলাকালে উপস্থিত ছিলেন ফুড ইন্সপেক্টর হারুনুর রশীদ, বিয়ানীবাজার থানার এসআই কামরুল ইসলাম প্রমুখ।