বিয়ানীবাজার ডায়াবেটিস ও হরমোন সেন্টারের আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করা হয়েছে। ‘আগামীতে নিজের সুরক্ষায় ডায়াবেটিসকে জানুন’- এ প্রতিপাদ্য নিয়ে সোমবার সকালে পৌরশহরের নিমতলা থেকে বিশ্ব ডায়াবেটিস দিবসের শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় বিভিন্ন বয়সের শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

শোভাযাত্রার পূর্বে বিয়ানীবাজার ডায়বেটিস ও হরমোন সেন্টারের পরিচালক ডা. শিব্বির আহমদের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র জিএস ফারুকুল হক, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল, শিক্ষাবিদ মজির উদ্দিন আনছার, ডা. মাছুম আহমদ ও বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আহমেদ ফয়সাল।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলার কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক আনিসুর রহমান, শিক্ষক আবু দাইয়ান, আওয়ামী লীগ নেতা আব্দুল কাদির, সাগর সেন, প্রবাসী হাসানুল হক, আওয়ামী লীগ নেতা কাওছার আহমদ, ব্যবসায়ী ফরহাদ হোসেন, বিয়ানীবাজার প্রেসক্লাবের সভাপতি সুয়াইবুর রহমান স্বপন, সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ, ছাত্রনেতা বেলাল আহমদসহ আরো অনেকে।

সংক্ষিপ্ত সভায় ডায়াবেটিস থেকে সুরক্ষা পেতে কায়িক পরিশ্রমের পাশাপাশি খাদ্য অভ্যাস পরিবর্তনের আহবান জানিয়ে বক্তারা বলেন, যান্ত্রিক জীবনের কারণে আমাদের হাটাচলার অভ্যাস কমে গেছে। একই সাথে মারাত্মকভাবে শারিরীক পরিশ্রমে মাত্রা কমে এসেছে। যার কারণে ডায়াবেটিসসহ বিভিন্ন রোগের প্রার্দভাব বাড়ছে। শরীরকে সুস্থ রাখতে হলে কায়িক পরিশ্রমের সাথে খাধ্যাভাসের পরিবর্তন করতে হবে।

আমন বিনাধান ২০ এর নমুনা শস্য কর্তন, বছরে এক জমিতে তিন ফসল!