কারো সামনে হ্যাট্রিক জয়ের সম্ভাবনা, কয়েকজনের দ্বিতীয়বার নির্বাচিত হওয়া দৌড়ে। বিয়ানীবাজারে এরকম ৮জন নির্বাচিত চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র দাখিল করেছেন।

তবে হ্যাট্রিক জয় সামনে রেখে নির্বাচন থেকে সরে দাড়িয়েছেন ৭নং মাথিউরা ইউনিয়নের চেয়ারম্যান সিহাব উদ্দিন ও ১০ নং মুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল খায়ের।

তৃতীয়বার বিজয়ী হলে হ্যাট্রিক করবেন আলীনগর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মামুনুর রশিদ মামুন, চারখাই ইউনিয়নের মাহমুদ আলী, দুবাগ ইউনিয়নের আব্দুস সালাম, শেওলা ইউনিয়নের জহুর উদ্দিন, তিলপাড়া ইউনিয়নের মাহবুবুর রহমান। এ পাঁচ চেয়ারম্যানের মতো দ্বিতীয়বারের মতো নির্বাচিত হতে ইউনিয়নবাসীর ভোট প্রার্থনায় নেমেছেন কুড়ারবাজার ইউনিয়নের আবু তাহের, মোল্লাপুর ইউনিয়নের আব্দুল মান্নান ও লাউতা ইউনিয়নের গৌছ উদ্দিন।

তাদের অনেকেই ২৫ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন স্ব স্ব ইউনিয়নের রিটানিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেন।

পুনরায় নির্বাচিত করতে ইউনিয়নের মজলুম জনতা তাঁর পাশে আছেন দাবি করেন লাউতা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী গৌছ উদ্দিন বলেন, কৃষক, শ্রমিক, মৎস্যজীবী, শ্রমজীবী, অসহায় দরিদ্র মানুষের জন্য গত পাঁচ বছর তিনমাস কাজ করেছি। সকলের সুখে-দুখে ছিলাম বলে আজ লাউতায় গণ জোয়ার সৃষ্টি হয়েছে। কুড়ারবাজার ইউনিয়নের চেয়ারম্যানপ্রার্থী আবু তাহের বলেন, সরকারি ছুটি ছাড়া গত পাঁচ বছর আমি একদিনও ছুটি কাটাইনি। দিনরাত ইউনিয়নবাসীর উন্নয়নসহ সব বিষয়ে নিজেকে ব্যস্ত রেখেছি। সাধারণ মানুষের জন্য কাজ করেছি বলে আমার বিশ্বাস ভোটাররা আমাকে আবার নির্বাচিত করবেন।