উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বিয়ানীবাজার উপজেলার বেশ কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়ে পছেন নিম্নাঞ্চলের বাসিন্দারা। বন্যা দূর্গত মানুষের জন্য ইতিমধ্যে ২৪টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হলেও কেউ আশ্রয় আশ্রয় নেননি।

সরেজমিনে ঘুরে দেখা যায়, উপজেলার তিলপাড়া ইউনিয়নের দেবারাই, বিবিরাই, বরাউট, ইসলামপুর টুকা, কুড়ারবাজার ইউনিয়নের বৈরাগীবাজার, মুড়িয়া ইউনিয়নের ছোটদেশ, ঘুঙ্গাদিয়া, মালিগ্রাম, লাউতা ইউনিয়নের বাউরাটুল, গজারাই, পৌরসভার শ্রীধরা, নবাং এলাকার একাংশসহ বেশ কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে। সেইসব রাস্তাগুলো পানিতে তলিয়ে যাওয়ায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা।

এছাড়াও কুশিয়ারা নদীর ঝুকিপুর্ণ ডাইক মেরামত করায় সবচেয়ে বেশি বন্যা প্রবণ এলাকা শেওলা ও দুবাগ ইউনিয়নে তুলনামুলক কম এলাকা প্লাবিত হয়েছে।

এদিকে, বন্যা পরিস্থিতি মোকাবেলায় উপজেলা প্রশাসনের সবধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুসফিকুর রহমান বলেন, উপজেলার বিভিন্ন ইউনিয়নে নিয়মিত খবর নেওয়া হচ্ছে। বিগত কয়েকদিন থেকে লোকালয়ে পানি বৃদ্ধি পেলেও এটি স্থায়ী হচ্ছে না। ফলে পানি কমতে শুরু করেছে। তবে বন্যা পরিস্থিতি মোকাবেলায় উপজেলা প্রশাসনের আগাম প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানান তিনি।

পাহাড়ি ঢলে বিয়ানীবাজারের নিম্নাঞ্চল প্লাবিত