বিয়ানীবাজারে প্রেরণা যুবচক্র আয়োজিত ক্বেরাত প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। গত ১৯ রমজান শনিবার (২৫ মে) স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন ক্বেরাত শিক্ষা প্রতিষ্ঠানের ১৭৮ জন শিক্ষার্থী অংশ নেয়।

সকাল সাড়ে ১০টায় প্রতিযোগিতা শুরু হয়। প্রথমে প্রাথমিক বিভাগের ৯৩ জন প্রতিযোগী ক্বেরাত পরিবেশন করে। জোহরের নামাজের পর অনুষ্ঠিত মাধ্যমিক বিভাগে অংশ নেয় ৮৫ জন প্রতিযোগী। বিচারক হিসাবে উপস্থিত ছিলেন ক্বারী মাওলানা ছালিক আহমদ, মাওলানা আবু ছিদ্দিক এবং ক্বারী সাজু আহমদ।

প্রতিযোগিতা পর্ব সঞ্চালনা করেন প্রেরণা যুবচক্রের সাংগঠনিক সম্পাদক সুয়েব আহমেদ।

প্রতিযোগিতা পর্ব শেষে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব। তিনি বলেন, আমাদের ভবিষ্যত প্রজন্মের মধ্যে ধর্মীয় মূল্যবোধ সৃষ্টি হলে সমাজ আরও সুন্দর হবে। প্রেরণা যুবচক্র আয়োজিত ক্বেরাত প্রতিযোগিতার প্রশংসা করে তিনি বলেন, সঠিক ও শুদ্ধ উচ্চারণে কোরআন পড়তে এ
ধরনের প্রতিযোগিতা সকলকে আগ্রহী করবে।

পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রেরণা যুবচক্র’র সভাপতি ফায়জুল আলম সিমাল এর সভাপতিত্বে ও সহ সভাপতি রাজু ওয়াহিদ এর পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জামাল হোসেন, প্রেরণা যুবচক্র’র উপদেষ্টা শফিকুল হক রিপন, ৫২ বাংলা টিভির বিয়ানীবাজার প্রতিনিধি আনিসুর রহমান প্রমুখ।

বিশেষ অতিথির বক্তব্যে বিয়ানীবাজার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জামাল হোসেন বলেন, মহাগ্রন্থ আল কোরআন হচ্ছে পরিপূর্ণ জীবন বিধান। তাই অর্থ বুঝে সঠিক উচ্চারণে কোরআন তেলাওয়াত করা জরুরী।

এ সময় উপস্থিত ছিলেন, প্রেরণা যুবচক্রের সাব্বির শাহজাদা, এ কে সৌরভ, হাসানুল বান্না, সিদ্দিকুর রহমান, সরোয়ার আহমেদ, জাহেদ আহমেদ, ফরহাদ মাহমুদ তানিম, ফজলে রাব্বি, তানিম আহমেদ, মারওয়ান আহমেদ, আবু মাহিন, সাইদুর রহমান, অনিক আহমদ, জুনেদ আহমেদ, আলি হুসাইন, মাহবুব আহমদ, নাহিদ হুসেন, নাইমুর রহমান, জামাল মিলাদ, রেদওয়ান ছিদ্দিক তানিম, মাহবুবুল হাসান কাওসার, সাবের হোসেন তানজির, অনিক হাসান, মো: সাইদুল ইসলাম সাঈদ, নাহিদ আহমদ, সালেহ আহমদ, জহিরুল ইসলাম, সাকরান আহমদ প্রমুখ।

পরে অতিথিরা বিজয়ীদের হাতে ক্রেস্ট, সম্মাননা সনদ ও নগদ অর্থ পুরষ্কার তুলে দেন। প্রাতযেগিতায় প্রাথমিক বিভাগে সাইদুর রহমান সানি প্রথম স্থান, মুজাহিদ সুলতান দ্বিতীয় স্থান, নুরুল আল আমিন তৃতীয় স্থান, মারুফ আহমদ চতুর্থ স্থান, নাদিরা আক্তার পঞ্চম স্থান এবং মাধ্যমিক বিভাগে আকবর হুসাইন ফাহিম প্রথম স্থান, শফিউল করিম দ্বিতীয় স্থান, নাবিল হাসনাইন তৃতীয় স্থান, রাহিদ আহমদ চতুর্থ স্থান, হাসান আহমদ পঞ্চম স্থান অধিকার করে।