সারা দেশের ন্যায় বিয়ানীবাজারে আশ্রয়ন প্রকল্পের ঘর পেয়েছেন গৃহহীন ও ভূমিহীন ৪৩ দরিদ্র পরিবার। বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আশ্রয়ন প্রকল্প-২ এর তৃতয়ি পর্যায়ের অবশিষ্ট ও চতুর্থ পর্যায়ের ঘর হস্তান্তর কাজের উদ্বোধন করেন।

গণভবন থেকে সরাসরি উদ্বোধন অনুষ্ঠানটি বিয়ানীবাজার উপজেলা সম্মেলন কক্ষে প্রচার করে উপজেলা প্রশাসন। গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন অনুষ্ঠানে বিভিন্ন জেলার উপহারের ঘর পাওয়া অসহায় পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং তাদের অনুভতি শোনেন।

উদ্বোধন অনুষ্ঠান শেষ হলে বিয়ানীবাজারের আশ্রয়ন প্রকল্প-২ এর উপকারভোগী পরিবারের হাতের ২ শতক জমির কাগজ ও নতুন ঘর হস্তান্তর কার্যক্রম পরিচালনা করে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা তাসলিমের সভাপতিত্বে হস্তান্তর অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র ফারুকুল হক, ভাইস চেয়ারম্যান রোকসানা লিমা, সহকারি কমিশনার (ভূমি) তানিয়া আক্তারসহ উপজেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তা ও উপকারভোগী পরিবারের সদস্যরা।

হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য রাখেনে উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রোমান মিয়া ও উপজেলা প্রকল্প কর্মকর্তা মুশফিকুর রহমান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা তাসলিম বলেন, গৃহহীন ও ভূমিহীন ৪৩ পরিবারকে ভূমি ও নতুন ঘর বুঝিয়ে দেয়া হয়েছে।