প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছেন বিয়ানীবাজার উপজেলার ৪৫ গৃহহীন ও ভূমিহীন পরিবার। আগামীকাল সকালে আশ্রয়ন প্রকল্প-২ এর তৃতীয় পর্যায়ের অবশিষ্ট ও চতুর্থ পর্যায়ের নতুন ঘর হস্তাস্তর কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি সারা দেশের ৩৯ হাজার ৩৬৫টি নতুন ঘর ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করবেন।

এ উপলক্ষে বিয়ানীবাজার উপজেলা মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করেছে উপজেলা প্রশাসন। এ অনুষ্ঠানে গণভবন থেকে সম্প্রচারিত আশ্রয়ন প্রকল্প-২ এর উদ্বোধন অনুষ্ঠান সরাসরি দেখানো হবে। এরপর বিয়ানীবাজার উপজেলার গৃহহীন ও ভূমিহীন ৪৫ পরিবারের মধ্যে আনুষ্ঠানিক ঘর হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, আশ্রয়ন প্রকল্পের চতুর্থ পর্যায়ে উপজেলার ৬৩ ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য দুই শতক জায়গার উপর নতুন ঘর তৈরীর কাজ চলমান রয়েছে। এর মধ্যে ৪৫টি ঘরের কাজ শেষ পর্যায়ে। সেই ঘরগুলো তালিকাপ্রাপ্ত গৃহহীন ও ভূমিহীনদের মধ্যে হস্তান্তর করা হবে।