মুজিব শতবর্ষ উপলক্ষে বিয়ানীবাজার উপজেলায় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প-২ এর উপকারভোগী পরিবারের সদস্যদের খাদ্য ও পুষ্টির চাহিদা পূরণে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে ফলের চারা ও সবজির বীজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে চারখাই ইউনিয়নের কাকুরা এলাকায় আশ্রয়ণ প্রকল্পের গৃহপ্রাপ্ত ২৬টি পরিবারের মাঝে এ উপকরণ বিতরণ করা হয়।

বিতরণকালে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা কৃষি কর্মকর্তা তহমিনা খাতুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুশফিকুর রহমান, উপজেলা সহকারি কৃষি কর্মকর্তা আরিফুর রহমান, ইউপি সদস্য মস্তাক আহমদ, উপ-সহকারি কৃষি কর্মকর্তা হিতাংশু শেখর দাস ও শিপন আলী সহ আরো অনেকে।

বিয়ানীবাজার উপজেলা কৃষি কর্মকর্তা তহমিনা খাতুন বলেন, বিয়ানীবাজার উপজেলার আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী পরিবারগুলোকে কৃষিক্ষেত্রে যেকোন ধরনের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত রাখা হবে।

পরে অতিথিরা ঘরের আঙ্গিনায় ফলের চারা রোপন করেন এবং পরিচর্যা ক্ষেত্রে নানা পরামর্শ প্রদান করেন।

শখের বশে বিয়ানীবাজারের এক প্রবাসী নিজ বাড়িতে পালন করছেন চিত্রা হরিণ