বিয়ানীবাজারে প্রথম করোনায় আক্রান্ত জুয়েলার্সের কারিগর আকবর হোসেন দ্বিতীয় দফা করোনা পরীক্ষায় পজেটিভ হয়েছেন। শনিবার সিলেট সিভিল সার্জন কার্যালয় থেকে আসা আক্রান্তের তালিকায় বিয়ানীবাজারের কোন নাম না থাকায় কিছুটা স্বস্তি প্রকাশ করেন দায়িত্বশীলরা।

শুক্রবার রাতে ঢাকার ল্যাবে ৯৯ ও সিলেট ওসমানি হাসপাতালে ১৬ জনের করোনা পজেটিভ হয়েছে। যা আক্রান্তের দিক থেকে সিলেট অঞ্চলের জন্য সর্বোচ্চ। রেকর্ড সংখ্যক পজেটিভ তালিকায় বিয়ানীবাজারের কোন নাম পজেটিভ তালিকায় না থাকায় স্বাভাবিকভাবে স্বস্তি ওান স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বশীলরা। শুক্রবার রাতে ১০৭০ জনের নমুনা পরীক্ষা ফলাফল আসে। নেগেটিভদের ভীড়ে শুধু প্রথম করোনা আক্রান্ত আকবরের নমুনা দ্বিতীয় দফায় পজেটিভ এসেছে। তাকে আরো কিছুদিন আইসোলেশনে থাকতে হচ্ছে। তিনি সিলেটের শহীদ শামসুদ্দীন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

করোনা আক্রান্তদের নমুনা কয়েকদিন বিরতী দিয়ে নপয়া হয়। টানা দুইবার নমুনা পরীক্ষায় নেগেটিভ হলে তাকে হাসপাতাল থেকে ছাড় দেয়া হয়।