বিয়ানীবাজার থানা পুলিশের বিশেষ অভিযানে জিআর পরোয়ানাভুক্ত এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত আসামী নুরু ইসলাম (৩৫) গোপালগঞ্জ জেলার মুকসেদপুর থানার কানুরিয়া ফকিরবাড়ির সুজাল ফকিরের ছেলে। সে বিয়ানীবাজার শহীদটিলা এলাকায় ভাড়া বাসায় থাকতো।

পুলিশ জানায়, সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে ও দিকনির্দেশনায় বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফ উজ্জামানের নেতৃত্বে এএসআই(নিঃ)/রিতন কুমার সিংহ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সে বিয়ানীবাজার থানার মামলা নং-৪, তাং-২০/০৭/২০২৪ খ্রিঃ, জিআর-৭৭/২০২৪ইং এর পরোয়ানাভুক্ত আসামী।

গ্রেফতারকৃত আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।