আসন্ন শারদীয় দূর্গাপূজাকে সামনে রেখে বিয়ানীবাজার উপজেলা পুজা পরিষদের উদ্যোগে এক সভা গত শুক্রবার পৌর শহরের শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনে অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার বিভিন্ন পুজা মন্ডপের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পুজা পরিষদের সভাপতি সুজিত চক্রবর্তীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অরুনাভ পাল চৌধুরী মোহনের উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী। বক্তব্য রাখেন বিভিন্ন পূজা মন্ডপের প্রতিনিধিরা। সভায় পূজার ষষ্ঠী দিন পর্যন্ত প্রতিটি মন্ডপে নিজ দায়িত্বে নিরাপত্তা নেয়া, ১৯ সেপ্টেম্বর মহালয়া পালন করা এবং ২২ সেপ্টেম্বর অসহায় দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করার সিদ্ধান্ত গৃহিত হয়।

শারদীয় উৎসবের এ বছর ৩৪ টি পুজা মন্ডপে সার্বজনীনেএবং ব্যক্তিগত ১৫টি পুজা মন্ডপে দূর্গাপুজা অনুষ্ঠিত হবে।