বিয়ানীবাজারে আইইএম ইউনিট, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে নিরাপদ মাতৃত্ব, প্রসবোত্তর পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্যবান্ধব আদর্শ পরিবার গঠন, এই প্রতিপাদ্য নিয়ে পরিবার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ মে) সকাল ১১টার সময় উপজেলা পরিষদের হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আরিফুর রহমান’র সভপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব।

সম্মেলনে বক্তারা গর্ভকালীন মায়েদের যত্ন, নিরাপদ প্রসব, প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা, জন্ম নিয়ন্ত্রণ, বাল্য বিবাহের কুফল, অপুষ্টি সমস্যা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেন।

এছাড়াও সম্মেলনে উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নবদম্পতি, কিশোর-কিশোরী ও ২৫টি পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্মেলন শেষ হয় আগতদের নিয়ে কুইজ প্রতিযোগিতার মধ্য দিয়ে। একই সময় প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও এসময় বিভিন্ন পরিবারের শ্বশুর-শ্বাশুড়িদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়।