বিয়ানীবাজার নিউজ ২৪। ২৮ ফেব্রুয়ারি ২০১৭।

সারা দেশের মতো বিয়ানীবাজারের সকল রাস্তায় পরিবহন ধর্মঘট চলছে। এর ফলে পৌরশহরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে বিয়ানীবাজার। সব ধরনের যানবাহন এক সাথে ধর্মঘট ডাকা সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌছেছে।

চিত্র পরিচালক তারেক মাসুদ ও মিশুক মনিরকে গাড়ি চাপা দিয়ে হত্যা ঘটনায় আদালত চালকের যাবজ্জীবন কারাদন্ডের রায় দেন। আদালতের এ রায়ের প্রতিবাদে পরিবহন শ্রমিকরা আজ সারা দেশের পরিবহন ধর্মগট পালন করছেন।
রায়ের প্রতিবাদে খুলনা বিভাগের ১০ জেলায় ২দিন অনির্দিষ্ট ধর্মঘট পালন চলাকালে আজ মঙ্গলবার ভোর থেকে সারা দেশে এ ধর্মঘট ছড়িয়ে পড়ে।

[image link=”http://138.197.71.33/wp-content/uploads/2017/02/jatri-1.png” img=”http://138.197.71.33/wp-content/uploads/2017/02/jatri-1.png” caption=” পরিবহন ধর্মঘটে পড়ে হেঁটে গন্তব্যে যেতে হচ্ছে সাধারণ যাত্রিদের “]

বিয়ানীবাজারে আচমকা পরিবহন ধর্মঘটে পড়ে সাধারণ মানুষের নাভিশ্বাস অবস্থা। উপজেলার সব রুটের সকল পয়েন্টে পরিবহন শ্রমিকরা ধর্মঘট পালন করছেন। এ নিয়ে চালকদের সাথে যাত্রি ও সাধারণ মানুষের বাগবিতণ্ডা ঘটেছে। ধর্মঘটের পড়ে কাছাকাচি গন্তব্যে সাধারণ যাত্রি হেঁটে যেতে দেখা গেছে। নির্দিষ্ট গন্তব্যে না যেতে পেরে অনেককে বাড়ি ফিরতেও দেখা গেছে।

উপজেলার মাথিউরা মইন উদ্দিন জরুরী কাজে সিলেট রওয়ানা হলেও ঢাকাদক্ষিণ থেকে বাড়ি ফিরে আসেন। পরিবহন শ্রমিকদের ধর্মঘটের কারণে সিলেট আদালতে জরুরী কাজে যেতে পারেননি উপজেলা জাতীয় শ্রমিকলীগের সহ সভাপতি আলতাফ হোসেন।