বিয়ানীবাজার থানা পুলিশ মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে সিলেট-বিয়ানীবাজার-বারইড়্রাম সড়কের বারইগ্রম সেতুর নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় ২ রাউন্ড কার্তুজসহ একটি পাইপগান উদ্ধার করেছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালালে গোপন বৈঠকে থাকা দুস্কৃতিকারিরা পালিয়ে যায়। এ সময় পুলিশ বারইগ্রাম নেতুর নিচ থেকে দুই রাউন্ড কার্তুজসহ পরিত্যক্ত অবস্থায় একটি পাইপগান উদ্ধার করে। পুলিশের ধারণা, দুস্কৃতিকারিরা সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় হতে পারে।

অভিযানে অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) মোস্তাক সরকার, ওসি শাহজালাল মুন্সি, পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) জাহিদুল হক।

অভিযানে অংশ নেয়া বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত (ওসি) শাহজালাল মুন্সী বলেন, কোন অপকর্ম করার উদ্দেশ্যে একটি সংবদ্ধ চক্র অবস্থান করছে এরকম সংবাদে অভিযান চালানো হয়। আমাদের ধারণা এরা ডাকাত দলের সক্রিয় সদস্য কিংবা কোন দুস্কৃতিকারিদের সংবদ্ধ চক্র। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়।