নতুন করে দাম না বাড়লেও বিয়ানীবাজারে আগের মত চড়া দামে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি। অবশ্য গত সপ্তাহ থেকে বেশ কিছু সবজির দাম কমেছে। বাজারে এখন ৫-৭টি সবজির কেজি ৫০-৭০ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে দুই দফায় আলুর দাম বেঁধে দেয়া হয়েছে। এরপরও দাম নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। সরকার খুচরায় আলুর কেজি ৩৫ টাকা নির্ধারণ করলেও ৪৫ টাকার নিচে মিলছে না কোথাও। এমনকি কোনো কোনো ব্যবসায়ী এখনও আলুর কেজি ৫০ টাকা বিক্রি করছেন। এড়াছাও পেঁয়াজের দাম ১’শ এর নিচে নামলে। বেশিরভার নিত্য পণ্যের দাম ঊর্ধ্বমুখি।

বিয়ানীবাজারে সপ্তাহের ব্যবধানে কিছুটা দাম বেড়েছে মাছের। কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত দাম বেড়েছে।

এদিকে স্থিতীশীল থাকা ব্রয়লার মুরগির দাম কিছুটা বেড়েছে, আর ডিমের দাম ডজনে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত নতুন করে বেড়েছে।