বিয়ানীবাজারে করোনা ভাইরাসের বিস্তার আশংকাজনক হাতে বাড়ছে। সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা নমুনা বুথেই ৩২ জনের পজিটিভ শনাক্ত হয়েছে। একই সাথে আরো ৩৯ জনের নমুনা পাঠানো হয়েছে সিলেটে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ১০ টা থেকে করোনা টেস্টের জন্য নমুনা সংগ্রহ করা শুরু হয়। বিকাল ৩টা পর্যন্ত দায়িত্বশীলরা ৭১ জনের নমুনা সংগ্রহ করেন। এর মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০টি নমুনার র‌্যাপিট এন্টিজেন টেস্ট করা হলে ৩২ জনের পজিটিভ শনাক্ত হয়। অবশিষ্ট ৩৯ জনের নমুনা সিলেট পাঠানো হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোয়াজ্জেম আলী খান চৌধুরী বলেন, আগস্ট মাসের প্রথম দুইদিনে করোনা শনাক্ত হয়েছেন একশ’ জন। এতেই বুঝা যায় বিয়ানীবাজার কতটুকু ঝুঁকির মধ্যে রয়েছে। তিনি বলেন, সোমবার করোনা মারাত্মক উপসর্গ থাকা ৫০টি নমুনা হাসপাতালে র‌্যাপিট এন্টিজেন টেস্ট করা হয়। এর মধ্যে ৩২ জনের পজিটিভ শনাক্ত হন।এর আগে শনিবার রাতে ২১ জন এবং রোববার রাতে আরো ৪৭ জন করোনায় আক্রান্ত শনাক্ত হন।

বিয়ানীবাজারে লকডাউনের ৬ষ্ঠ দিনে জেলা পুলিশের অভিযান, ৫২ যানবাহনের বিরুদ্ধে মামলা