বিয়ানীবাজারে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে শুভ জন্মাষ্টমী। আজ শুক্রবার (১৯ আগস্ট) শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বিয়ানীবাজার উপজেলার আয়োজনে আনন্দ শোভাযাত্রা সম্পন্ন হয়েছে।

সকাল ৯টায় দাসগ্রামে অবস্থিত শ্রীশ্রী কালাচাঁদ মিলন মন্দির প্রাঙ্গণে শোভাযাত্রার উদ্বোধন করেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র ফারুকুল হক। পরবর্তীতে বিভিন্ন দেবপীঠ পরিক্রমা করে সুপাতলার শ্রীশ্রী বাসুদেব মন্দির প্রাঙ্গণে শোভাযাত্রা সমাপ্ত হয়।

আনন্দ শোভাযাত্রায় প্রাথমিক বিদ্যালয়ের সনাতনী শিক্ষকবৃন্দ, পঞ্চখণ্ড হরিবাসর, শ্রীশ্রী গীতা চর্চা সংঘসহ বিভিন্ন সংগঠন অংশগ্রহণ করে।

শোভাযাত্রা শেষে সমবেত গীতা পারায়ণ অনুষ্ঠিত হয়। বিকেল ৪টায় শ্রীশ্রী বাসুদেব মন্দিরে গীতা পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

শোভাযাত্রা সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক সংগঠনের সভাপতি অরুণাভ পাল চৌধুরী মোহন এবং সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

বিয়ানীবাজারে