বিয়ানীবাজার পৌরশহরের দারুসসুন্নাহ মুরাদগঞ্জ টাইটেল মাদরাসার অভিভাবক সমাবেশ সম্পন্ন হয়েছে। রোববার সকাল ১১টায় মাদরাসার মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

মাদরাসার মুহতামিম মাওলানা আতিকুর রহমানের সভাপত্বিতে ও শিক্ষক মাওলানা শরিফুল হাসানের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন মাদরাসার মুহাদ্দিস মাওলানা আব্দুল মালিক ক্বাসেমী, মুহাদ্দিস মাওলানা মুস্তফা কামাল, সহকারি শিক্ষা সচিব মাওলানা আলী আহমদ, শিক্ষা সচিব মুফতি আবু ইউসুফ।

সমাবেশে অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা মাসুক উদ্দিন, আব্দুল করিম ও সিদ্দিক আহমদ। এসময় অভিভাবকরা মাদরাসার পাঠদান কার্যক্রমের প্রশংসা করে আগামীতেও এর ধারাবাহিকতা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

সমাবেশে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মাদরাসায় আয়োজিত প্রতিযোগিতার বিজয়ী ছাত্রদের মধ্যে পুরষ্কার তুলে দেয়া হয়। সবশেষে বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নিহতদের রুহের মাগফেরাত কামনাসহ এ পরিস্থিতি উত্তরণের জন্য মহান সৃষ্টিকর্তা কাছে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাদরাসার মুহাদ্দিস মাওলানা মুস্তফা কামাল।

বিয়ানীবাজারে দারুসসুন্নাহ মুরাদগঞ্জ টাইটেল মাদরাসার অভিভাবক সমাবেশ