‘নিজ আঙিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’- এই শ্লোগানকে সামনে রেখে বিয়ানীবাজার পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ফগার মেশিন দিয়ে পৌর এলাকার বিভিন্ন স্থানে মশক নিধন ওষুধ ছিটানো হয়েছে। মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে সোমবার (৬ আগস্ট) বিকাল ৩টায় পৌরসভা কার্যালয় থেকে শুরু করে পৌর এলাকার বিভিন্ন স্থানের ঝোপঝাড়, ড্রেন, অফিসপাড়া ও বাসা-বাড়িতে এ মশক নিধন ওষুধ ছিটানো হয়েছে।

এডিস মশা ও ডেঙ্গু থেকে জনগণকে সচেতন করার লক্ষ্যে মশক নিধন কার্যক্রমের সময় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র মোঃ আব্দুস শুকুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আরিফুর রহমান, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দু হাছিব মনিয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি শামছুল হকসহ পৌরসভার কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এসময় বিয়ানীবাজার পৌরসভার মেয়র মোঃ আব্দুস শুকুর বলেন, বিয়ানীবাজার পৌরশহরে এখনো ডেঙ্গু ধরা পড়েনি। তবে ধরা পড়ার আগেই তা নিয়ন্ত্রণে কাজ করতে হবে। এ জন্য ডেঙ্গুর জীবাণু বহনকারী এডিস মশার আবাসস্থল ধ্বংস করার পাশাপাশি ওষুধও প্রয়োগ করা হবে। এ জন্য পৌরবাসীকে সচেতন হতে হবে।