‘সকলের জন্য উন্নত নিটেশন, নিশ্চিত হোক সুস্থ জীবন’ ও ‘সকলের হাত পরিচ্ছন্ন থাক’ এ স্লোগানকে সামনে রেখে বিয়ানীবাজারে পালিত হয়েছে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাতধোয়া দিবস। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার (১৬ অক্টোবর) সকালে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালি শেষে উপজেলা চত্বরে ব্রাক ওয়াশ কর্মসূচি ও আরডিআরএস বাংলাদেশের সূচনা প্রকল্পের সার্বিক সহযোগিতায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী মাহবুবের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আনিসুজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলদুর রহমান, সমাজসেবা কর্মকর্তা অনুজ চক্রবর্তী।

এছাড়াও এসময় উপজেলার প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মাচারীবৃন্দসহ ব্রাক ওয়াশ কর্মসূচি ও আরডিআরএস বাংলাদেশের সূচনা প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ বৃন্দ উপস্থিত ছিলেন।