‘পুষ্টি উন্নয়নের বুনিয়াদ’ এবং ‘খাবার কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে এতিমদের মুখে খাবার তুলে দেয়ার মধ্য দিয়ে এক ব্যতিক্রমী আয়োজনে বিয়ানীবাজারে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে শুক্রবার (২৪ এপ্রিল) পৌরশহরতলীর মুরাদগঞ্জ দারুসসুন্নাহ টাইটেল মাদ্রাসাসহ উপজেলার বৈরাগীবাজার ও সারপারা এলাকার দুটি মাদ্রাসার এতিমখানার ছাত্রদের মধ্যে দুপুরের খাবার বিতরণ করা হয়।

উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে খাবার বিতরণকালে উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোয়াজ্জেম্ল আলী খান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র মোঃ আব্দুস শুকুর।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আবু ইসহাক আজাদ, মুরাদগঞ্জ দারুসসুন্নাহ টাইটেল মাদ্রাসার অধ্যক্ষ শায়খ আতিকুর রহমান, শিক্ষা সচিব মুফতি আবু ইউসুফ, বিয়ানীবাজার নিউজ২৪ ও এবি টিভি’র প্রতিবেদক আজিম উদ্দিন আরিফসহ মাদ্রাসার শিক্ষকবৃন্দ।

‘এবি টিভি’র সর্বশেষ প্রতিবেদন-