বিয়ানীবাজার উপজেলার বৈরাগীবাজারে বাসার ছাদের উপর থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ঐ যুবকের নাম কাওছার আহমদ (৩৪)। সে বিয়ানীবাজারে একটি মাছের আড়ৎ এর কর্মচারী। আজ (বৃহস্পতিবার) সকালে বৈরাগীবাজারে অবস্থিত হাজী জব্বার আলীর বাসার ছাদে তার লাশ দেখতে পান অনান্যরা। নিহত কাওছার স্ত্রী-সন্তান নিয়ে ঐ বাসায় ভাড়াটিয়া থাকতেন। পরিবারের লোকজন বলছেন সে উচ্চ রক্তচাপের রোগী ছিলো। ঘটনার দিন স্ত্রী সন্তান বাসায় ছিলেন না। প্রেসার জনিত কারনে হয়তো তার আকষ্মিক মৃত্যু হয়েছে। তবে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।

কুড়ার বাজার ইউনিয়নের চেয়ারম্যান তুতিউর রহমান তুতা জানান, গতকাল পর্যন্ত তাকে স্বাভাবিক চলাফেরা করতে দেখেছেন অনেক। সে কাওসার আহমদ হিন্ধু ধর্মের অনুসারী ছিলেন। গত ১৫/১৬ বছর পূর্বে বিয়ের কয়েক মাস পর সে ইসলাম ধর্ম গ্রহন করে এবং পরিবার ছেড়ে স্ত্রী সন্তান নিয়ে বসবাস করে। উচ্চ রক্তচাপের কারনে তার মৃত্যু হতে পারে এমন ধারনার কথা জানিয়ে তিনি বলেন, বিষয়টি নিশ্চিত হতে লাশের ময়না তদন্ত করা হচ্ছে। তবে তার মৃত্যু নিয়ে কারো কোন অভিযোগ নেই।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।