ছাত্র জমিয়ত বাংলাদেশ বিয়ানীবাজার উপজেলা ও পৌর শাখার উদ্যোগে প্রবাসি সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার বিয়ানীবাজারে সংগঠনের কার্যালয়ে এ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

উপজেলা ছাত্র জমিয়ত সভাপতি ছাত্রনেতা মারুফুল হাসানের সভাপতিত্বে এবং বিয়ানীবাজার পৌর ছাত্র জমিয়ত সেক্রেটারি শরীফ অাল হাসানের পরিচালনায় অনুষ্ঠিত সভার শুরুতে মহাগ্রন্থ কালামে পাক থেকে তেলাওয়াত করেন মাথিউরা ইউপি ছাত্র জমিয়ত সেক্রেটারি হাফিজ মনসুরুল হাসান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ছাত্র জমিয়ত সেক্রেটারি দিলাওয়ার হোসাইন।

অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্র জমিয়ত সভাপতি ফরহাদ অাহমদ।
সংবর্ধিত অথিতি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের সহসেক্রেটারী অালহাজ্ব জামিল বদরুল, বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুব জমিয়ত সভাপতি তোফায়েল অাহমদ, উপজেলা জমিয়ত নেতা মাওলানা ওয়ালি উল্লাহ, যুবনেতা এম এ হাসান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জিয়া উর রাহমান, এম মামুন, মোল্লাপুর ইউপি ছাত্র জমিয়ত সভাপতি মাওলানা জয়নুল অাবেদিন, কুড়ার বাজার ইউনিয়ন সভাপতি সাহেদ অাহমদ, লাউতা ইউনিয়ন সভাপতি মুফতি অাব্দুল্লাহ অাল মামুন, চারখাই ইউনিয়ন সহসভাপতি অাব্দুল বাসিত, তিলপারা ইউনিয়ন সেক্রেটারি নুরুল অাহমদ, মোল্লাপুর ইউনিয়ন সেক্রেটারি অাব্দুল্লাহ মামুন, উপজেলা ছাত্র জমিয়তের জায়েন্ট ওয়াহিদুর রাহমান, সাংগঠনিক সম্পাদক হাফিজ অাব্দুল্লাহ, মাদরাসা বিষয়ক সম্পাদক সুহাইল অাহমদ, সমাজসেবা বিষয়ক সম্পাদক অাবু বকর শাবেল, পাঠাগার সম্পাদক কামরুল হক, সহ-প্রচার সম্পাদক জাহেদ অাহমদ, বিয়ানীবাজার পৌর ছাত্র জমিয়ত জয়েন্ট সেক্রেটারি মন্জুরুল হাসান, সাংগঠনিক সম্পাদক অাবুল কালাম, সাহিত্য সম্পাদক হাফিজ সালাহ উদ্দিন, সমাজসেবা সম্পাদক অাসাদুজ্জামান, প্রচার সম্পাদক সুলতান হোসাইন, পৌর দক্ষিণের প্রতিনিধি রেদওয়ান অাহমদ, অাব্দুল্লাহ রাহাত, হাফিজ সাদিক অাহমদ, মোল্লাপুর প্রতিনিধি মাওলানা শফিউর রাহমান খান, দুবাগ প্রতিনিধি জাহেদ, মুড়িয়া প্রতিনিধি তারেক অাল হাসান, অাশরাফুল ইসলাম, চারখাই প্রতিনিধি জাফর সরওয়ার, কুড়ার বাজার প্রতিনিধি হাফিজ সালমান, সাহেদ অাহমদ, রেজওয়ান অাহমদ অামানী, ইব্রাহিম খলিল প্রমুখ।

সংবর্ধিত অথিতিকে বিয়ানীবাজার ছাত্র জমিয়ত নেতৃবৃন্দ সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। সভাশেষে মরহুম জমিয়তনেতা মাওলানা হোসাইন অাহমদ বারোকুটি (রহ.) এর রূহের মাগফিরাত কামান করে মোনাজাত করা হয়।