সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযত মর্যাদায় পালন করেছে বিয়ানীবাজার উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগ (প্রপার গ্রুপ)। শনিবার (১৫ আগস্ট) সকালে বিয়ানীবাজার উপজেলা, কলেজ ও পৌর ছাত্রলীগের উদ্যোগে  বিয়ানীবাজার সরকারি কলেজে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে শোক দিবসের কার্যক্রম শুরু হয়।

পরবর্তীতে কলেজের ২১৯ নং হলে বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগ নেতা ছিদ্দিকুর রহমান এর সভাপতিত্বে ও কলেজ ছাত্রলীগ নেতা পায়েল মাকসুদ এবং মাসুম আহমদ সানি’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংগ্রামী ছাত্রলীগ নেতা, বর্তমান উপজেলা আওয়ামীলীগ নেতা আতিকুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা ছাত্রলীগ নেতা অনির্বাণ চন্দ্র পল্লব, রাসেল আহমদ, আব্দুল্লাহ আল নোমান,জাহাঙ্গীর আলম, সুমন আহমদ, ফায়েক আহমদ, জাফর আহমদ, হালিম আহমদ রাজিম, এমরান আহমদ আরো উপস্থিতিত ছিলেন কলেজ ছাত্রলীগ নেতা হাবিব রহমান, আবুল হাশেম, তানজিম আহমদ শুভ, আল মাহমুদ তপু, হাফিজুর রহমান দিপু এমদাদুল হক পাবেল, সালমান আহমদ, মোহাম্মদ আব্দুল্লাহ, শিমুল গাজী, জাহাঙ্গীর হোসেন সবুজ, আনোয়ার হোসেন মঞ্জু, রাব্বি আহমদ অভি, শাকিল আহমদ, শাফি আহমদ, রেদওয়ান তানিম প্রমূখ ।

আলোচনা সভা পরবর্তী সকল শহীদদের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিয়ানীবাজারে করোনা ভাইরাসে মৃত্যুর হার ৫% বেশী!