বিয়ানীবাজার উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে ফেজ প্রজেক্ট এনএটিটি প্রকল্পের আওতায় সিআইজিভুক্ত কৃষক-কৃষাণীদের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রযুক্তি ও  সিআইজি ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২০ জুন) সকাল ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের হলরুমে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আনিসুজ্জামানের পরিচালনায় কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস ও প্যানেল চেয়ারম্যান রোকশানা বেগম লিমা এবং ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জামাল হোসেন।

প্রশিক্ষকবৃন্দ রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার কমিয়ে ভার্মি কম্পোস্ট সহ অন্যান্য প্রাকৃতিক উপায়ে পেপে, শিম, বেগুন, আম সহ উদ্যানতাত্ত্বিক উচ্চফলনশীল জাতের ফসল অধিক পরিমাণে উৎপাদনের উপর দিক-নির্দেশনা প্রদান করেন। প্রশিক্ষকবৃন্দ রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার কমিয়ে ভার্মি কম্পোস্টসহ অন্যান্য প্রাকৃতিক উপায়ে পেঁপে, শিম, বেগুন, আমসহ উদ্যানতাত্ত্বিক উচ্চফলনশীল জাতের ফসল অধিক পরিমাণে উৎপাদনের উপর দিক-নির্দেশনা প্রদান করেন।

প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার বিভিন্ন পর্যায়ে সিইজিভুক্ত ৬০ কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।

কর্মশালা শেষে প্রযুক্তিতে উদ্বুদ্ধকরণে সিআইজিভুক্ত কৃষক-কৃষাণীদের মধ্যে উন্নতমানের বিভিন্ন ফলদ গাছের চারা বিতরণ করা হয়।