বিয়ানীবাজার উপজেলায় চলতি মৌসুমে আগাম জাতের বোরো ধান কাটা শুরু হয়েছে। ধানের ফলন ভালো হলেও করোনাভাইরাস দূর্যোগে শ্রমিক সংকটের কারণে জমির ধান কেটে ঘরে তুলতে পারছিলেন না উপজেলার দক্ষিণ মাথিউরা আরেঙ্গাবাদ গ্রামের তরুণ কৃষক কামরুল ইসলাম। এ খবর শুনেই তার ধানের জমিতে হাজির একই গ্রামের ছাত্রলীগ নেতাকর্মীরা। রোববার (২৬ এপ্রিল) সকালে ছাত্রলীগের একদল কর্মী তার জমির প্রায় ১ বিঘা জমির বোরো ধান কেটে ঘরে তুলে দিয়েছে।

ছাত্রলীগ নেতাকর্মীরা হলেন- জাহেদ আলম, জাহাঙ্গীর আলম, জাকির হোসেন, আলমগীর হোসেন, রাহাত হোসেন তুহিন, বিয়ানীবাজার মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি শাহ আলম মঞ্জুর, ইকবাল হোসেন, শাফিউল হক, রবিউল হক, আবিদুর রহমান, ফাহিম আহমদ, জামিল হোসেন ও আখতার হোসেন।

তরুণ কৃষক কামরুল ইসলাম বলেন, ‘করোনা দুর্যোগের কারণে জমির ধান কাঁটার জন্য শ্রমিক খোঁজে পাচ্ছিলাম না। একা একা তো আর ধান কেটে আবার ঘরে তোলা সম্ভব নয়। পরে আমাদের গ্রামের ছাত্রলীগের নেতাকর্মীরা এসে সহযোগিতা করেছে। তারা ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছে।’

ছাত্রলীগ নেতা জাহেদ আলম বলেন, ‘আসলে আমরা যারা গ্রামে থাকি কৃষি কাজ সম্পর্কে প্রায় সবটুকুই বুঝি। করোনা সংকটের এমন পরিস্থিতিতে কৃষকের ফসলই পারে দেশকে খাদ্য সঙ্কটের হাত থেকে রক্ষা করতে। তাই তরুণ সমাজকে উদ্বুদ্ধ করতে মূলত আমাদের এ উদ্যোগ। আমার প্রত্যাশা বিয়ানীবাজারসহ সিলেট অঞ্চলের সবগুলো জনপদের ছাত্রলীগের ভাইয়েরা কৃষককে সহযোগিতা করবেন।’

‘এবি টিভি’র সর্বশেষ প্রতিবেদন-