বিয়ানীবাজারে ব্যাপকহারে মৌসুমী সবজি চাষ ও উৎপাদনের লক্ষ্যে কৃষক কৃষাণীদের মাঝে সবজি বীজ, সহায়তা চেক এবং সাইনবোর্ড বিতরণ করেছে উপজেলা কৃষি বিভাগ। রবিবার থেকে বিভিন্ন ইউনিয়নের কৃষক কৃষাণীদের এই সহায়তা প্রদান শুরু হয়েছে।

উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, ২০১৯-২০ অর্থ বছরের খরিপ ১/২০২০-২১ মৌসুমী সবজি পুষ্টি বাগান স্থাপনের লক্ষ্যে ক্ষুদ্র ও মাঝারী ৮৮জন কৃষকদের মাঝে এই সহায়তা প্রদান করা হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, বিয়ানীবাজার উপজেলার কৃষক কৃষাণীরা যাতে সারাবছর নিরাপদ সবজি উৎপাদন ও সরবারাহ করতে পারেন সেই লক্ষ্যে কৃষকদের মধ্য ১৫ ধরনের বীজ, সবজী বাগান পরিচর্যার জন্য নগদ অর্থ সহায়তা ও প্রদর্শনী সাইনবোর্ড সরবরাহ করা হয়েছে। এর মধ্যে দিয়ে সারাবছর কৃষকরা বিভিন্ন মৌসুমী সবজি উৎপাদন করতে পারবেন।

বিয়ানীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর দ্বারকেশ চন্দ্র নাথ বিদায় সংবর্ধিত