বিয়ানীবাজার উপজেলার ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে শাক ও সবজির বীজ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মসূচির আওতায় তালিকাভুক্ত দুইশত কৃষক পরিবারের মধ্যে ৫০ গ্রাম করে লালশাক, ডাঁটাশাক, কলমিশাক, ১০০ গ্রাম করে মুলাশাক ও পালংশাক এবং মধ্যমেয়াদি সবজি ৩ গ্রাম শসা (হাইব্রিড), ৫ গ্রাম হাইব্রিড লাউ, ৫ গ্রাম হাইব্রিড মিষ্টি কুমড়া, ১০ গ্রাম হাইব্রিড করলা, ২ গ্রাম হাইব্রিড মরিচ, ১০ গ্রাম হাইব্রিড বরবটি এবং ৫০ গ্রাম শিমের বীজ বিনামূল্যে বিতরণ করা হয়।

বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী মাহবুবের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান রোকসানা বেগম লিমা।

সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হিরা লাল বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আনিছুজ্জামান।

এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়নের কৃষকরা উপস্থিত ছিলেন।

বিয়ানীবাজারে দু’শত কৃষকদের মধ্যে বিনামূল্যে শাক ও সবজির বীজ বিতরণ