বিয়ানীবাজার নিউজ ২৪। ০৫ ফেব্রুয়ারি ২০১৭।

বিয়ানীবাজারের কৃতি সন্তান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ইউনেস্কোর E-9 ফোরামে সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি দেশের জন্য এ সম্মান বয়ে আনায় তাঁর নির্বাচনী এলাকায় বিয়ানীবাজর-গোলাপগঞ্জসহ সিলেটবাসীকে গর্বিত করেছেন। একই সাথে উল্লাস প্রকাশ করেছেন সিলেট অঞ্চলের মানুষ। তাঁর এ অর্জন নিয়ে ফেসবুক জুড়ে গুণ কীর্তন করছেন কর্মী সমর্থকরা।

আজ রবিবার ৯ দেশের শিক্ষামন্ত্রীদের সম্মেলনে উপস্থিত হয়ে বিশ্ব সংস্থা ইউনেস্কোর প্রতিনিধিরা তাঁকে দুই বছরের জন্য নয় দেশের E-9 ফোরামের সভাপতি নির্বাচিত করার আনুষ্ঠানিক ঘোষণা দেন। দেশের শিক্ষা ব্যবস্থায় আমুল পরিবর্তন করে যুগোপযোগী শিক্ষানীতি প্রণয়নের মাধ্যমে তিনি বিশ্বে আলোড়ন সৃষ্টি করেন।

বিয়ানীবাজার-গোলাপগঞ্জ উপজেলার সংসদ সদস্য শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ইউনেস্কোর সহ সভাপতির দায়িত্বে রয়েছেন। দুই বছর এ সংস্থার সহ সভাপতির দায়িত্ব পালন করার পাশাপাশি তিনি নয় জাতির ই-৯ ফোরামের সভাপতির দায়িত্ব পালন করবেন বিয়ানীবাজারের এ কৃতি সন্তান।