বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় এক করোনা আক্রান্ত বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা ৬ টা ৫৫ মিনিটের দিকে তিনি মারা যান। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আবু ইসহাক আজাদ। এদিকে রাগীব রাবেয়া মেডিকলে কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত বিয়ানীবাজারের এক মহিলার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। এ বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নয়ন মল্লিক।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় নিহত বৃদ্ধা রাসিদা বেগম (৭১) এর বাড়ি বিয়ানীবাজার পৌরসভার শ্রীধরা গ্রামে। এছাড়া সিলেটের রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে মারা যাওয়া মহিলা নুরজাহান বেগমের বাড়িও শ্রীধরায়। এ নিয়ে উপজেলা করোনা আক্রান্ত শনাক্ত ৫০ জনের মৃত্যু হয়েছে বলে জানান ডা. আবু ইসহাক আজাদ।

বিয়ানীবাজারে করোনা ভাইরাসের বিস্তার আশংকাজনক হারে বিস্তার পাওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডের ১০টি শয্যাই পূর্ণ ছিল। ফেলে করোনা আক্রান্ত অপর এক রোগীকে আইসোলেশন ওয়ার্ডের মেঝেতে রেখে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আবু ইসহাক আজাদ বলেন, করোনা প্রকোপ দ্রুত গতিতে বেড়ে যাওয়ায় বাড়ছে মৃত্যুর হার। এ অবস্থায় সবাইকে সতর্ক ও সচেতন হওয়ায় আহবান জানিয়ে এ চিকিৎসক বলেন, আজ (সোমবার) হাসপাতালে র‌্যাপিট এন্টিজেন টেস্টে ৩২ জনের করোনা পজিটিভ আসে। এটি হাসপাতালে এ যাবতকালের সর্বোচ্চ।

বিয়ানীবাজার থানার বিদায়ী দুই পুলিশ সদস্যকে দুবাগ ইউনিয়ন পরিষদের সংবর্ধনা