বিয়ানীবাজারে নীরবে ও অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৮তম প্রয়াণ দিবস।

মঙ্গলবার (৬ আগস্ট) বিকেল ৫টায় পৌরশহরের বিয়ানীবাজার সরকারি প্রাথমিক বিদ্য্যালয়ের হলরুমে এক আলোচনা সভা ও আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করে আবৃত্তি সংগঠন মুক্তাক্ষর। এর আগে কবিগুরু রবি ঠাকুরের প্রতিকৃতিতে পুষ্পশ্রদ্ধা অর্পন করেন মুক্তাক্ষর পরিবারের সদস্যরা।

মুক্তাক্ষরের প্রধান পরিচালক বিমল কর এর সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল হালিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ মালাকার, জাতীয় ক্রীড়া ধারাভাষ্যকার ও সাংবাদিক মাছুম আহমদ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন আবৃত্তি সংগঠন মুক্তাক্ষরের বিয়ানীবাজারের নয়াগ্রাম শাখার পরিচালক ও প্রশিক্ষক জয়শ্রী চন্দ ঝুমা।

এসময় আরো উপস্থিত ছিলেন সিলেট সিটি স্কুল এন্ড কলেজের শিক্ষক প্রান্ত দাস, সংস্কৃতিকর্মী এমদাদ মারুফ, তারেক আহমদসহ মুক্তাক্ষর নয়াগ্রাম শাখার ক্ষুদে শিক্ষার্থীরা।