বিয়ানীবাজার উপজেলার মাথিউরায় শুক্রবার দিবাগত রাতে এক সাথে পাশাপাশি দুইটি শিক্ষা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে।

জানা যায়, মাথিউরা ইউনিয়নের আরেঙ্গাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের জানালার গ্রিল ও ভেন্টিলেটর ভেঙ্গে অফিস কক্ষে প্রবেশ করে মূল্যবান সামগ্রি ও কাব শিশুদের নগদ টাকা নিয়ে যায়। এসময় অফিসের কক্ষের আলমারির তালা ভেঙ্গে ফাইল তছনছ করে। একই সময় পাশের জালালিয়া মহিলা মাদ্রাসায় চুরি সংঘটিত হয়। অফিস কক্ষের তালা ভেঙ্গে ভেতরের ঢুকে বিভিন্ন আলমারি ভেঙ্গে মূল্যবান সামগ্রি চুরি করে। অফিসে রক্ষিত নগদ দশ হাজার টাকা, সিলিং ফ্যান নিয়ে যায়। উভয় শিক্ষা প্রতিষ্ঠানের সংশ্লিষ্টরা শনিবার সকালে বিদ্যালয়ে আসার পর চুরি হওয়ার বিষয়টি টের পান। খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ ঘটনায় আরেঙ্গাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদ সাইফুদ্দিন জাফরী বিয়ানীবাজার থানায় একটি অভিযোগ দায়ের করেন।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তী বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনা সাথে জড়িত বের করতে তদন্ত চলছে।