উপজেলা পর্যায়ে বিয়ানীবাজার উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন মোঃ জামিল হোসেন। রবিবার (২ অক্টোবর ) বিয়ানীবাজার প্রাথমিক শিক্ষা অফিসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। আগামী ৬ অক্টোবর তিনি জেলা পর্যায়ে অংশগ্রহণ করবেন।

বিয়ানীবাজারের পৌর শহরে অবস্থিত ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ গৌরীনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে সহকারী শিক্ষক পদে দায়িত্ব পালন করছেন।বড়দেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তাঁর চাকরি জীবনের শুরু হয়। শিক্ষকতার পাশাপাশি বাংলাদেশ স্কাউটস, বিয়ানীবাজার উপজেলার যুগ্ম সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। বাংলাদেশ স্কাউটস এর প্রশিক্ষক সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথেও যুক্ত রয়েছেন।

শিক্ষার্থীদের গুণগত বিকাশনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। কাব স্কাউটের পাশাপাশি ২০১৭ সালে তাঁর বর্তমান কর্মস্থল গৌরীনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে “সৃষ্টি নাট্যঘর” নামে বিদ্যালয় ভিত্তিক শিশু নাট্যদল গঠন করেন। এর ফলে, শৈশব থেকেই শিশুরা সাংস্কৃতিক বিকাশনে বিকশিত হতে পারছে। এছাড়াও বিদ্যালয়ের কাব দল নিয়ে জাতীয় কাব ক্যাম্পুরিতেও অংশগ্রহণ করেছেন।
তিনি ইউএনডিপি’র সহযোগিতায় মাস্টারপিস বাংলাদেশের উদ্যোগে বিলুপ্ত সিলেটি ভাষার বর্ণমালা নাগরি লিপি, মনিপুরী ও খাসি ভাষার সচেতনতায় শতাধিক শিক্ষার্থীদের নিয়ে কাজ করেন ও সমন্বয়কের দায়িত্ব পালন করেন। এছাড়াও ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় সামাজিক যোগাযোগ মাধ্যমের সচেতনতায় আন্তঃধর্মীয় সমন্বয় সভার আয়োজন করেন।এতে বিভিন্ন ধর্মের নেতৃবৃন্দসহ প্রায় ২০০ মানুষের উপস্থিতিতে অনুষ্ঠান বাস্তবায়িত হয়।

প্রসঙ্গত, শিক্ষক মোঃ জামিল হোসেন বিয়ানীবাজার পৌরসভার খাসা গ্রামের মরহুম মোঃ তবারক আলী এবং স্বপ্না বেগমের কনিষ্ঠ সন্তান। সাংসারিক জীবনে তিনি দুই সন্তানের জনক।

এদিকে, উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হওয়ায় শৌখিন নাট্যালয়, শিশু নাট, মাস্টারপিস বাংলাদেশ, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি(এস-১২০৬৮), বিয়ানীবাজার উপজেলা শাখা সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

‌বিয়ানীবাজার প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত