প্রতিবছরের ন্যায় এবারও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিয়ানীবাজার পৌরশহরে বিশাল ‘মোবারক র‌্যালি’ করেছে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া। গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে শত শত ধর্মপ্রাণ মানুষ অংশ নেন এই র‌্যালিতে। রোববার (১০ নভেম্বর) দুপুর ২টায় বিয়ানীবাজার সরকারি কলেজ প্রাঙ্গন থেকে র‌্যালিটি বের হয়ে পৌরশহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুণরায় একই স্থানে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে হযরত মোহাম্মদ (সা.) কে নিয়ে রচিত বিভিন্ন কবিতার শ্লোক খচিত রঙ-বেরঙের ফেস্টুন ও প্লেকার্ড বহন করেন মুসল্লীরা।

র‌্যালি থেকে গাওয়া হয় মহানবী (সা.) এর শানে দুরুদ। সালাম সালাম নবী সালাম সালাম, মাওলা ইয়া সাল্লি ওয়া সাল্লিম, বালাগাল উলা-বি কামালিহি, শামছুদ্দুহা আসসালাম- এ রকম অগণিত নাত এর সুমধুর সুর লহরিতে মুখরিত হয়ে ওঠে র‌্যালি।

এর আগে রোববার সকাল সাড়ে ১১টায় বিয়ানীবাজার সরকারি কলেজ অডিটোরিয়ামে আয়োজিত র‌্যালিপূর্ব আলোচনা সভায় নবী প্রমিক মুসলিম জনতা স্বতস্ফূর্তভাবে অংশ নেন।