আগামীকাল বুধবার পালিত হবে মুসলিম সম্প্রদায়ের বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা। ঈদের দিনের শুরুতে বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন মসজিদ, ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে ঈদ জামায়াত। ইতোমধ্যে নামাজের জন্য প্রস্তত করা হয়েছে ঈদগাহ ময়দান ও মসজিদগুলো।

বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন এলাকার প্রধান প্রধান ঈদের সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে সকাল ৮টায় পর্যন্ত অনুষ্ঠিত হবে।

ঐতিহ্যবাহী ইমামবাড়ি শাহী ঈদগাহঃ ঐতিহ্যবাহী ইমামবাড়ি শাহী ঈদগাহে ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮ টায়। জামাতের খতিব থাকবেন আরাবিয়ান ইউনিভার্সিটির প্রভাষক মাওলানা আরিফ আহমদ।

এমএজি ওসমানী স্টেডিয়ামঃ প্রতিবারের ন্যায় এবারও ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হবে এমএজি ওসমানী স্টেডিয়ামে। এখানকার জামাতের সময় সকাল সাড়ে ৮ টায়।

দক্ষিণ মাথিউরা শাহী ঈদ্গাহঃ মাথিউরা ইউনিয়নের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় এই ঈদ্গাহ মাঠে। জামাতের সময় সকাল সাড়ে ৭টায়।

মোল্লাপুর শাহী ঈদ্গাহঃ ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। জামাতের ইমামতি করবেন মাওলানা আব্দুল মালেক কাসেমী।

কাজিরবাজার জামে মসজিদঃ ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। ঘুঙ্গাদিয়া মঞ্জিল আলা জামে মসজিদে ঈদের নামাজ সকাল ৮টায়।

পাতন বাঘমারা শাহী ঈদগাহ মাঠে ঈদের নামাজ সকাল সাড়ে ৮টায়, আব্দুল্লাহপুর শাহী ঈদগাহ মাঠে সকাল ৮টায় ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত হবে।

লাউতা ইউনিয়নের বাউরভাগ শাহী ঈদগাহ মাঠে ঈদের নামাজ সকাল ৮টায় দাসউরা জামে মসজিদ ঈদগাহ কমপ্লেক্সে ঈদের নামাজ সকাল ৮টায় এবং কালাইউরা শাহী ঈদগাহ মাঠে সকাল ৮টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।

মাথিউরা বাজার শাহী ঈদগাহ মাঠে ঈদের নামাজ সকাল ৮টায়, শাহজালাল জামে মসজিদ পশ্চিমপার ঈদের নামাজ সকাল ৮টায়, নালবহর কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন শাহী ঈদ্গাহ ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়।

মাটিজুরা পঞ্চগ্রাম শাহী ঈদ্গাহঃ ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়। জামাতের ইমামতি করবেন সিলেট বিমান অফিস মসজিদের ঈমাম মাওলানা আব্দুর রহমান।

চারখাই ইউনিয়নের চারটি ঈদগাহে ঈদের জামাত অনুষ্ষ্ঠত হবে। আদিনাবাদ শাহী ঈদগাহ মাঠে সকাল ৮টায়,  দেউলগ্রাম শাহী ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায়, দিঘীরপার শাহী ঈদগাহ মাঠে সকাল ৮টায়, কচকট খায় শাহী ঈদগাহ মাঠে সকাল ৮টায় পবিত্রঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত হবে।