বিয়ানীবাজারের গজুকাট সীমান্ত এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি-৫২ বিয়ানীবাজার ব্যাটালিয়নের অভিযানে ইয়াবা ও নেশা জাতীয় ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে এই অভিযান চালিয়ে তাকে আটক করে বিজিবি।

আটককৃত মাদক ব্যবসায়ী হচ্ছে- বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের গজুকাটা গ্রামের মৃত নজিব আলীর ছেলে কামাল হোসেন (৩৬)।

বিজিবি জানায়, গোপন সংবাদের তথ্যের ভিত্তিতে শুক্রবার সকালে সীমান্ত এলাকার গজুকাটা বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ মোজাফফর হোসেনের নেতৃত্বে বিয়ানীবাজার উপজেলা দুবাগ ইউনিয়নের গজুকাটা এলাকায় অভিযান পরিচালনা করে এক মাদক কারবারিকে আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ীর কাছ থেকে ২৯৭ পিস ইয়াবা ও তিনটি নেশা জাতীয় ট্যাবলেট জব্দ করা হয়, যার সিজার মূল্য ৯০ হাজার টাকা।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ শাহ আলম সিদ্দিকী ‘বিয়ানীবাজার নিউজ২৪’কে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

করোনা সংক্রমনের সাথে বিয়ানীবাজারে ঘরে ঘরে বাড়ছে সিজনাল ফ্লু’র উপদ্রব