করোনায় আক্রান্ত হয়ে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালের আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ায় বিয়ানীবাজারের তমছিল আলী (৭৫) বৃদ্ধের মরদেহ আসছে গ্রামের বাড়িতে। রবিবার দুপুর ২টায় শামসুদ্দিন হাসপাতালের একটি বিশেষত এম্বুল্যান্সযোগে তার মরদেহ নিয়ে রওয়ানা দিয়েছে।

নিহত বৃদ্ধের বাড়ি উপজেলার মুড়িয়া ইউনিয়নের তাজপুর গ্রামের বাড়িতে স্বাস্থ্যবিধি মেনে জানাজা ও দাফনকার্য সম্পন্ন জন্য প্রস্তুতি নিয়েছেন বিয়ানীবাজার উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের দায়িত্বশীলরা। তাদেরকে সার্বিক সহযোগিতা করবে ইসলামিক ফাউন্ডেশনের নেতৃত্বাধীন একটি স্বেচ্ছাসেবী দল।

জানা গেছে, নিহত তমছির আলীর শরীরে গত কয়েকদিন থেকে করোনা রোগের উপসর্গ দেখা দেয়। তারপর তাঁকে প্রথমে বিয়ানীবাজার পৌরশহরের আলফা ক্লিনিক থেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তাঁর করোনার নমুনা নেওয়া হয়। রাত ১টার দিকে তাঁর করোনার রিপোর্ট ‘পজিটিভ’ আসে। তখন তাঁকে শহীদ শামসুদ্দিন হাসপাতালের আইসোলেশন সেন্টারে ওই বৃদ্ধকে নেয়া হয়। পরে রবিবার সকাল ১০টার দিকে শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

‘এবি টিভি’র সর্বশেষ প্রতিবেদন-