বিয়ানীবাজার নিউজ ২৪। ১৬ মার্চ ২০১৭।

নর্থ সাউথ স্পোর্টিং ক্লাব, আষ্টাসাঙ্গনের ব্যবস্থাপনায় আলহাজ্ব জিহাদুর রহমান মেধাবৃত্তি পরীক্ষায় উত্তির্ণ কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
গতকাল বুধবার দুপুর ১২ টায় কিসমত সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিক ভাবে মেধাক্রম অনুযায়ী ২১ জনকে পুরষ্কৃত করা হয়।

লাউতা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সরফ উদ্দিনের সভাপতিত্বে এবং হুসেন আহমদ পরিচালনায় পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান খান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মুজিবুর রহমান, ইংরেজি প্রভাষক প্রিয়ন্তোষ চক্রবর্তী, শিক্ষামন্ত্রী এপিএস দেওয়ান মাকছুদুল ইসলাম আওয়াল, জলঢুপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল উদ্দিন, বিয়ানীবাজার সরকারী কলেজের সাবেক ভিপি কামিল আহমদ, জলঢুপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনায় কমিটির সভাপতি জাবেদ আহমদ, কিসমত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নিবেদিতা চৌধুরী, সহকারী শিক্ষিকা জিহান আক্তার, নর্থ সাউথ স্পোর্টিং ক্লাবের সভাপতি কামরুল ইসলাম, পরিক্ষা নিয়ন্ত্রক কামাল হুসেন রাজেল।

এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের সিনিয়র সদস্য আলম হুসেন, খালেদ আহমদ, নাদিম আহমদ, জুবায়ের আহমদ, সাদিক আহমদ, দিপু সিদ্দিকি, জাহেদ আহমদ সদস্য জাহিদ হাসান, আলভি হুসেনসহ প্রমুখ।

পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে ক্লাবের নতুন ৪ জন সদস্য হাসান আহমদ, তামিম আহমদ, নাইম সিদ্দিকি বাবু ও জুমান হুসাইন মুন্না কে ফুল দিয়ে বরন করে নেওয়া হয় এবং ঐতিহ্য শিল্পী গোষ্ঠী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।