বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আরো ৭৩০জন নিলেন সিনোফার্মের ভ্যাকসিন। শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই বুথ থেকে প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করেছেন তারা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, চীনের তৈরী সিনোফার্মের ভেরোসেল টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন ৪১০ জন। একই সাথে দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন আরো ৩২০ জন।

করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ার পর থেকে বিয়ানীবাজারে টিকা গ্রহণ করতে প্রতিদিন স্বাস্থ্য কমপ্লেক্সে ভীড় করছেন সাধারণ মানুষ। টিকা গ্রহণের বার্তা না পাওয়াদের অনেকেই অপেক্ষার পর টিকা নিতে আসলেও নিরাশ হতে হয়েছে। দায়িত্বশীলরা জানান, রেজিস্ট্রেশন করে টিকা গ্রহণের অপেক্ষায় রয়েছেন প্রায় ২২ হাজার মানুষ। স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একদিনে দুই ডোজ সর্বোচ্চ ৭শত জনকে দেয়ার সক্ষমতা রয়েছে। সেজন্য বার্তা পাওয়ার পর টিকা নিতে হাসপাতালে আসার আহবান জানান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোয়াজ্জেল আলী খান চৌধুরী।

ডিসেম্বরে ইউপি নির্বাচন, স্থানীয় নির্বাচন অফিস প্রস্তুত