বিয়ানীবাজারে নতুন করে আরও ৮জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। মঙ্গলবার সকালে ঢাকা ল্যাব থেকে প্রাপ্ত নমুনা পরীক্ষার প্রতিবেদন থেকে এসব পজেটিভ রিপোর্ট পেয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বশীলরা। এ নিয়ে প্রবাসী অধ্যুষিত বিয়ানীবাজার উপজেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৮ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩১জন এবং মারা গেছেন ৫জন।

নতুন আক্রান্তরা হলেন- মাথিউরা উত্তরপাড় এলাকার আব্দুর রহমান (২৭), কসবা চালিকোনা এলাকার নাইম আহমদ (৪৮) ও ময়নুল ইসলাম (২২), কসবার মোঃ নূর উদ্দিন (৩৩), উপজেলা কৃষি অফিসের বিম চন্দ্র দাস, খাসার রুবিনা ইয়াসমিন (৪০), আলীনগরের নাজমিন বেগম (৪০) এবং তিলপাড়া ইউনিয়নের জুবের আহমদ (৪২)।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোয়াজ্জেম আলী খান চৌধুরী এ তথ্য নিশ্চিত করে বলেন, নতুন আক্রান্তরা গত ১৩ ও ১৫ জুন নমুনা দিয়েছিলেন। শারিরিকভাবেও তারা সকলেই সুস্থ রয়েছেন। তিনি বলেন, নমুনা দেয়ার ১৫ ও ১৭ দিন পর রিপোর্ট আসলেও তারা নিয়ম অনুযায়ী সুস্থ হয়ে গেছেন। তারপরও প্রয়োজনীয় নির্দেশনা মেনে তাদের দ্বিতীয় নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হবে।

বিয়ানীবাজারে সোনাই নদীর ভাঙনে সড়ক বিলীন, ঝুঁকিতে বসতবাড়ি মসজিদ- মাদ্রাসা