বিয়ানীবাজারে করোনার সংক্রমণ দিন দিন ভয়াবহ রূপ ধারণ করছে। নতুন করে এ উপজেলার ৭জনের শরীরের করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ২৬৪জনে। বুধবার রাতে এ তথ্য নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

নতুন আক্রান্তরা হলেন- লাউতা ইউনিয়নের বাউরভাগ গ্রামের শাম্মি বেগম (৩০) ও তাহসান আহমদ (৬), মাথিউরায় ছয়রুন, পৌরসভার শ্রীধরায় আব্দুল কবির (৫৫), সুপাতলায় সিদ্দিকুর (২৭) ও খাসা শহীদটিলায় আবুল ফয়েজ (৪৪) এবং মুড়িয়া ইউনিয়নের ঘুঙ্গাদিয়া গ্রামের আব্দুন নূর (৪০)। বৃহস্পতিবার নতুন আক্রান্ত সকলের আইসোলেশন নিশ্চিত করা হবে। এছাড়া তাদের সংস্পর্শে আসাদের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য ল্যাবে প্রেরণ করা হবে।

এদিকে, বিয়ানীবাজার উপজেলায় করোনা আক্রান্তদের মধ্যে মারা গেছেন ১৩জন এবং সুস্থ হয়েছেন ১৮৩জন।

সিলেট জেলা পরিষদের তিন বছরে বিয়ানীবাজার ওয়ার্ডে উন্নয়ন ব্যয় ৩ কোটি টাকা