বিয়ানীবাজার উপজেলায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ। বুধবার রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবের নমুনা পরীক্ষায় নতুন করে আরও একজনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোয়াজ্জেম আলী খান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

ডাঃ মোয়াজ্জেম আলী খান জানান চৌধুরী- নতুন আক্রান্ত ব্যক্তির নাম ডালিম আহমদ (৩৮)। তিনি পেশায় একজন মাইক্রোবাস চালক। তার বাড়ি উপজেলার চারখাই ইউনিয়নের নোয়াখানী গ্রামে। তিনি সিলেট শহীদ শামসুদ্দীন হাসপাতালে নমুনা দিয়ে পজেটিভ শনাক্ত হয়েছেন। তার শরীরের করোনাভাইরাসের কয়েকটি উপসর্গ রয়েছে। তিনি বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সর্বশেষ তথ্যানুযায়ী এ উপজেলায় সবমিলিয়ে করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৭ জনে। এর মধ্যে মৃত্যুবরণ করেছেন ৩ জন এবং সুস্থ হয়েছেন ১৭ জন।

বিয়ানীবাজারে ১০ টাকার চাল কিনতে ভিড়, স্বাস্থ্যবিধির তোয়াক্কা নেই