বিয়ানীবাজারে আরএম ইন্সটিটিউটে ২০১৯ সালের কোর্সের ৭১৫জন শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (১৯ আগস্ট) দুপুরে ইন্সটিটিউটের অডিটোরিয়ামে আরএম স্টুডেন্টস ক্লাবের আয়োজনে এ সনদ বিতরণ অনুষ্ঠিত হয়।

আরএম ইন্সটিটিউটে ২০১৯ সালের কোর্সের ৭১৫জন  শিক্ষার্থীদের মধ্যে কম্পিউটার অফিস এ্যাপ্লিকেশন কোর্সে ২৮৫জন, IELTS LIFE SKILLS কোর্সে ৫৫জন, Spoken English কোর্সে ১৭৮জন, GRAMMAR & Writing কোর্সে ৩০জন, All- English কোর্সে ২২জন, ড্রাইভিং কাম অটো মেকানিক্স কোর্সে ৮৯জন, কম্পিউটার হার্ডওয়্যার এন্ড নেটওয়ার্কিং কোর্সে ২২জন, মোবাইল ইঞ্জিনিয়ারিং কোর্সে ১৭জন ও গ্রাফিক্স ডিজাইন কোর্সে ২০জন পরীক্ষার্থীদের সনদ বিতরণ করা হয়।

এসময় আরএম ইন্সটিটিউট ইংলিশ ডিপার্টমেন্টের সাইফুল্লাহ’র সভাপতিত্বে ও প্রতিষ্ঠানের ইংলিশ ডিপার্টমেন্টের হানি’র উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আরএম ইন্সটিটিউটটের প্রতিস্টাতা ও পরিচালক এনাম উদ্দিন।

এসময় আরোও উপস্থিত ছিলেন সাপ্তাহিক সম্ভাবনা পত্রিকার সম্পাদক মাছুম আহমেদ, ইংলিশ ডিপার্টমেন্টের আবু খালেদ, আইটি ডিপার্টমেন্টের শিমুল, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের মিটু, ড্রাইভিং ডিপার্টমেন্টের কামরুলসহ প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।



“বিয়ানীবাজার উপজেলার প্রথম ২৪ ঘন্টার টেলিভিশন ABtv’ র অফিসিয়াল ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করে দেখতে থাকুন প্রতিদিনকার বিয়ানীবাজারের ঘটনাপ্রবাহ”নিচের লিঙ্কটি ক্লিকের মাধ্যমে সহজেই সাবস্ক্রাইব করতে পারবেন ABtv
Subscribe: http://bit.ly/2OOvJad